Sheikh Russel Cantonment Public School and College

Jolshiri, Rupganj, Narayanganj

EIIN: 139648 | School Code: | College Code:
View Circular Apply Now

ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাবলী

 

শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ-২০২৪

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকগণকে নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করে ভর্তি সম্পন্ন করতে হবে: 

১।    বয়সসীমা: 
     ক।   প্রথম শ্রণেীর জন্য বয়স সীমা  ১ জানুয়ারি ২০২৪ তারিখে শিক্ষার্থীর বয়স  ন্যূনতম ৬  বছর পূর্ণ হতে হবে।
      খ।   দ্বতিীয় শ্রণেীর জন্য বয়স সীমা  ১ জানুয়ারি ২০২৪ তারিখে শিক্ষার্থীর বয়স      ন্যূনতম  ৭  বছর পূর্ণ হতে হবে। 
      গ।  তৃতীয় শ্রণেীর জন্য বয়স সীমা  ১ জানুয়ারি ২০২৪ তারিখে শিক্ষার্থীর বয়স      ন্যূনতম  ৮  বছর পূর্ণ হতে হবে। 
      

২।    ক্যাটাগরি: 
     ক।    সেনাবাহিনীর সদস্যগণের সন্তান (কর্মরত ও অবসরপ্রাপ্ত)
     খ।    অসামরিক ও অন্যান্য ব্যক্তিবর্গের সন্তান

৩।    অনলাইন আবেদন ও প্রবেশপত্র:
www.srcpsc.edu.bd ওয়েবসাইটে Online Admission এ ক্লিক করে ৩১ অক্টোবর হতে ২০ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত ১ম শ্রেণির ভর্তির জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠান হতে সরাসরি এসেও ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। প্রয়োজনে যোগাযোগ ০১৭৬৯০১৯৩৩৩ (সকাল ০৯০০ ঘটিকা থেকে ১৭০০ ঘটিকা পর্যন্ত, শনিবার থেকে বৃহস্পতিবার)।

আবেদন পত্রের মূল্য তালিকা: 
ক।    অনলাইন: 
ফরমের মূল্য    ৩৫০ টাকা
সেবাদানকারী প্রতিষ্ঠানের চার্জ (ব্যাংক ও অনলাইন চার্জ)    ৩০ টাকা
মোট মূল্য     = ৩৮০ টাকা

খ।    অফলাইন: 
ফরমের মূল্য    ৩৫০ টাকা

৪।    সাক্ষাৎকার গ্রহণ ও লটারি: 
শিক্ষার্থীদের সঠিক বয়স, ক্যাটাগরিসহ সকল তথ্যের সঠিকতা যাচাই বাছাই এর লক্ষে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তথ্যে কোনো গড়মিল পরিলক্ষিত হলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। উল্লেখ্য, বাবা অথবা মা যে কোনো একজন শিক্ষার্থীর সাথে উপস্থিত থাকবেন। সাক্ষাৎকার ও লটারির তারিখ প্রতিষ্ঠানের www.srcpsc.edu.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

লেনদেন সম্পর্কে তথ্য

১. আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যলেন্স রাখুন।
২. একটি মাত্র লেনদেনের মাধ্যমে ফর্মের সম্পূর্ণ মূল্য (চার্জ সহ) পরিশোধ করতে হবে ।
৩. ফর্মের মূল্যের (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ।
৪. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার নাম, কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নাম্বার, পিন নাম্বার ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৫. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার কার্ডের Two Factor Authentication (2FA) সার্ভিস (নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য) চালু আছে কিনা তা জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৬. মোবাইল ব্যাংকের পেমেন্ট অপশন নির্বাচন করে অর্থ পরিশোধ করুন।
৭. আবেদন সংক্রান্ত জটিলতার জন্য 09643 224488-এ নাম্বারে যোগাযোগ করুন ।
৮. পেমেন্ট সম্পূর্ণ হবার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে ।

Helpline


09643 224488

Sun to Thu 9.30 AM to 5.30 PM (Except Govt. Holiday)