GUNNERS` ENGLISH SCHOOL

Artillery Centre & School, Halishahar, Chattogram.

EIIN: 138737 | School Code: 415430 | College Code: 1
View Circular Apply Now

ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাবলী

ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাবলি
শ্রেণিভিত্তিক ভর্তির নিয়মাবলি :-
Class:- Nursery, STD-VI, STD-VII & STD-IX
    Form will be available from 29 October, 2023 to 16th November, 2023, at Parents’ Shed beside gate No: 1, Halishahar Cantonment, (Sunday to Thursday, from 9:00am to 1:00pm)
    Deadline of Form Submission: 16th November 2023, 01:00pm.

•    http://gesctg.edu.bd/ ওয়েবসাইটে Online Admission এ ক্লিক করে অথবা সরাসরি vortibd.com থেকে নার্সারী, ৬ষ্ঠ, ৭ম এবং ৯ম শ্রেনিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। 
•    ভর্তি ফরম জমা দেওয়ার শেষ সময়: 16 November 2023, দুপুর ১ ঘটিকা ।
•    ভর্তির সার্কুলারটি দেখতে এখানে ক্লিক করুন
প্রথমে vortibd.com-এ একটি অ্যাকাউন্ট করুন, এরপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। পরবর্তীতে মোবাইল নং ও পাসওয়ার্ড দিয়ে Login করুন।  সফলভাবে পূরণকৃত আবেদনপত্র পুনরায় ডাউনলোড করা যাবে ।
কোনরূপ অসম্পূর্ণ/মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে।
আবেদন ফরমের মূল্য তালিকা :-
              Description                 Amount           
              Form Price                 200.00 Tk 
              Bank Charge                30.00 Tk 
              Total                            230.00 Tk

অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণের সময় ফরমের সাথে নিম্নলিখিত কাগজপত্র আবশ্যক:
(ক) শিক্ষার্থীর ৪ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ এর রঙিন ছবি। 
(খ) অভিভাবকের ২ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ এর রঙিন ছবি। 
(গ) জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি। 
(ঘ) অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। 
(ঙ) বয়সসীমাঃ ১ জানুয়ারি, ২০২৪ তারিখে ৪-৫ বছর। (শুধুমাত্র নার্সারি ক্লাসের জন্য প্রযোজ্য) 
প্রাথমিক বাছাইঃ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নামের তালিকা ও সময়সূচি প্রতিষ্ঠানের নোটিশবোর্ড এবং ওয়েবসাইট (gesctg.edu.bd) এবং ফেইসবুক (facebook.com/GES) পেইজে প্রকাশ করা হবে।
লেনদেন সম্পর্কে তথ্য
১. আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যলেন্স রাখুন।
২. একটি মাত্র লেনদেনের মাধ্যমে ফর্মের সম্পূর্ণ মূল্য (চার্জ সহ) পরিশোধ করতে হবে ।
৩. ফর্মের মূল্যের (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ।
৪. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার নাম, কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নাম্বার, পিন নাম্বার ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৫. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার কার্ডের Two Factor Authentication (2FA) সার্ভিস (নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য) চালু আছে কিনা তা জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৬. মোবাইল ব্যাংকের পেমেন্ট অপশন নির্বাচন করে অর্থ পরিশোধ করুন।
৭. আবেদন সংক্রান্ত জটিলতার জন্য 09643 224488-এ নাম্বারে যোগাযোগ করুন ।
৮. পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে ।

লেনদেন সম্পর্কে তথ্য

১. আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যলেন্স রাখুন।
২. একটি মাত্র লেনদেনের মাধ্যমে ফর্মের সম্পূর্ণ মূল্য (চার্জ সহ) পরিশোধ করতে হবে ।
৩. ফর্মের মূল্যের (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ।
৪. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার নাম, কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নাম্বার, পিন নাম্বার ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৫. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার কার্ডের Two Factor Authentication (2FA) সার্ভিস (নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য) চালু আছে কিনা তা জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৬. মোবাইল ব্যাংকের পেমেন্ট অপশন নির্বাচন করে অর্থ পরিশোধ করুন।
৭. আবেদন সংক্রান্ত জটিলতার জন্য 09643 224488-এ নাম্বারে যোগাযোগ করুন ।
৮. পেমেন্ট সম্পূর্ণ হবার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে ।

Helpline


09643 224488

Sun to Thu 9.30 AM to 5.30 PM (Except Govt. Holiday)