Halishahar Cantonment Public School & College

Halishahar Cantonment

EIIN: 135721 | School Code: | College Code:
View Circular Apply Now

ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাবলী

ভর্তি কার্যক্রম ২০২৪ (স্কুল শাখা)

অনলাইনে ভর্তিফরম পূরণ সংক্রান্ত তথ্যাবলী:

২০২৪ শিক্ষাবর্ষে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিম্নবর্ণিত শ্রেণিসমূহে শিক্ষার্থী ভর্তি করা হবে :

          যে সব শ্রেণি ও ভার্সনে আবেদন করা যাবে:

                           আবেদনের সময়সীমা

                 শ্রেণি

                 ভার্সন

  ০৬ নভেম্বর ২০২৩, সোমবার থেকে ৩০ নভেম্বর        ২০২৩, বৃহস্পতিবার রাত ১২ ঘটিকা পর্যন্ত

                কেজি

        বাংলা ও ইংরেজি

                 প্রথম

               বাংলা

                 দ্বিতীয়

                বাংলা

                 তৃতীয়

       বাংলা ও ইংরেজি

                 ষষ্ঠ

       বাংলা ও ইংরেজি

                নবম

       বাংলা ও ইংরেজি

*** প্রাথমিক বাছাই/লটারী বা ভর্তি সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য ওয়েবসাইট (www.hcpsc.edu.bd)এ নিয়মিত ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

বয়স: ০১-০১-২৪ তারিখে কেজি শ্রেণির জন্য ন্যূনতম বয়স ৫+, ১ম শ্রেণির জন্য ন্যূনতম বয়স ৬+, ২য় শ্রেণির জন্য ন্যূনতম বয়স ৭+ এবং ৩য় শ্রেণির জন্য ন্যূনতম বয়স ৮+ বছর হতে হবে।

১.  সাক্ষাৎকার পর্বে অবশ্যই প্রবেশ পত্র, পূর্বের বিদ্যালয়ের বার্ষিক/সর্বশেষ পরীক্ষা পাসের নম্বরফর্দ/উত্তীর্ণের সনদ (কেজি শ্রেণি ব্যতীত), জম্ম নিবন্ধন সনদসহ উপস্থিত থাকতে হবে।

২. সামরিক বাহিনী এবং প্রতিরক্ষাখাত থেকে বেতনভুক্তদের ক্ষেত্রে আবেদনপত্র পূরণের সময় অবশ্যই অভিভাবকের নামের সাথে পদবী উল্লেখ করতে হবে। এছাড়াও অনলাইনে আবেদনপত্র পূরণের সময় ইউনিট অধিনায়ক/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের স্ক্যানকৃত কপি Applicant ID/Roll No. উল্লেখপূর্বক ই-মেইল (hcpsconlineadmission@gmail.com)-এ প্রেরণ করতে হবে।

৩.    মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকৃতদের অনলাইনে আবেদনপত্র পূরণের সময়ই মুক্তিযোদ্ধা সনদের স্ক্যানকৃত কপি Applicant ID/Roll No. উল্লেখপূর্বক ই-মেইল (hcpsconlineadmission@gmail.com)-এ প্রেরণ করতে হবে। চূড়ান্ত ভর্তির সময় মুক্তিযোদ্ধা কোটার প্রমাণপত্র প্রদর্শনপূর্বক উক্ত সনদের সত্যায়িত ফটোকপি জমা করতে হবে।

৪.     ভর্তির সময় জন্ম নিবন্ধনের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে।

৫.    সামরিক বাহিনীর ক্ষেত্রে সাক্ষাৎকারের সময় ইউনিট অধিনায়ক/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূলকপি জমা দিতে হবে।

৬.    কোনরূপ অসম্পূর্ণ/মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে ।

৭.     লটারির পর চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.hcpsc.edu.bd) এবং নোটিশবোর্ডে যথাসময়ে প্রকাশ করা হবে।

৮.    আবেদন সংক্রান্ত জটিলতার জন্য 09643 224488-এই নম্বরে যোগাযোগ করুন ।

আবেদন প্রক্রিয়া :

  • Http://www.hcpsc.edu.bd ভিজিট পূর্বক লাল রং এর   বাটন এ ক্লিক করে ফরম পুরণ এর নিয়মাবলী এবং লেনদেন সম্পর্কিত তথ্য দেখুন।
  • প্রথমে Apply now/vortibd.com এ Click করে মোবাইল নম্বর (যে নম্বরে Confirmation SMS যাবে) ও পাসওয়ার্ড দ্বারা Account create করুন।
  • মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে Login করে আবেদন ফরমের সকল তথ্য পূরণ করুন।
  • তারকা চিহ্নিত ফিল্ডগুলি ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় ।
  • Personal Information এবং Previous Academic Record পূরণ করে Applicant Photo Upload পূর্বক Profile Create বাটনে ক্লিক করুন। পরবর্তী Academic Information এ ভর্তিচ্ছু শ্রেণির বিবরণ সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন এবং পূরণকৃত সকল Information যাচাই করুন। অতঃপর  বাটনে ক্লিক করে Select Payment Method এর Option বাছাই করুন।
  • আবেদন ফি পরিশোধ সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী দেখে নিন।
  • প্রতিটি আবেদনের জন্য ৫০০/- টাকা অনলাইন সার্ভিস চার্জ বাবদ ৩০/- টাকা, মোট ৫৩০/- পরিশোধ করতে হবে
  • পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ভর্তিচ্ছু শিক্ষার্থী Confirmation SMS প্রাপ্ত হবেন এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
  • সফলভাবে পূরণকৃত আবেদনপত্র পুনরায় ডাউনলোড করা যাবে ।
  • কোনরূপ অসম্পূর্ণ/মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে।
  • ভর্তি সংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নোটিশবোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি ও অনলাইন ফি পরিশোধ সংক্রান্ত:

 

Description

   Amount

Form Price

  500.00 Tk

Online and Bank Processing Charge 

    30.00 Tk

Total Price

  530.00 Tk

 

১.     আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন।

২.     একটি মাত্র লেনদেনের মাধ্যমে ফর্মের সম্পূর্ণ মূল্য (চার্জ সহ) পরিশোধ করতে হবে ।

৩.    আবেদন ফি (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ।

৪.     কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে আপনার নাম, কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নম্বর, পিন নম্বর, ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।

৫.    কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে আপনার কার্ডের Two Factor Authentication (2FA) সার্ভিস (নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য) চালু আছে কিনা তা জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।

৬.    মোবাইল ব্যাংকের পেমেন্ট অপশন নির্বাচন করে অর্থ পরিশোধ করুন।

৭.     আবেদন সংক্রান্ত জটিলতার জন্য 09643 224488-এই নম্বরে যোগাযোগ করুন ।

৮.    পেমেন্ট সম্পূর্ণ হবার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে ।

লেনদেন সম্পর্কে তথ্য

১. আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যলেন্স রাখুন।
২. একটি মাত্র লেনদেনের মাধ্যমে ফর্মের সম্পূর্ণ মূল্য (চার্জ সহ) পরিশোধ করতে হবে ।
৩. ফর্মের মূল্যের (চার্জ সহ) কম/বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় ।
৪. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার নাম, কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নাম্বার, পিন নাম্বার ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৫. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, আপনার কার্ডের Two Factor Authentication (2FA) সার্ভিস (নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য) চালু আছে কিনা তা জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৬. মোবাইল ব্যাংকের পেমেন্ট অপশন নির্বাচন করে অর্থ পরিশোধ করুন।
৭. আবেদন সংক্রান্ত জটিলতার জন্য 09643 224488-এ নাম্বারে যোগাযোগ করুন ।
৮. পেমেন্ট সম্পূর্ণ হবার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে ।

Helpline


09643 224488

Sun to Thu 9.30 AM to 5.30 PM (Except Govt. Holiday)